গোধূলি লগ্নের অপরুপ দৃশ্য

avatar

IMG_20200702_231633.jpg
পৃথিবীর সকল কিছু সৃষ্টিকর্তার তৈরি।সৃষ্টিকর্তার প্রতিটি সৃষ্টির রয়েছে অপরূপ সৌন্দর্য।প্রকৃতির সৌন্দর্যের সাথে বৈজ্ঞানিকের কোনো কিছুরই তুলনা করা যায় না।এই ছবিটিতে লক্ষ্য করলে দেখা যায় গোধূলি লগ্নের অপরূপ দৃশ্য।আকাশের বিভিন্ন রঙের বাহার যেন আরো সুন্দর করে তুলেছে।নীল আকাশের মাঝে রয়েছে বেগুনি গোলাপি রঙের মিশ্রণ।সাথে রয়েছে পশ্চিম আকাশে সেই ছোট্ট নক্ষত্র।উপরে আকাশ নিচে গ্রামীন পরিবেশের সৌন্দর্য ফুটে উঠেছে।প্রকৃতির সৌন্দর্যের কোনো তুলনা নেই।প্রকৃতি যেন নিজ সাজে সেজেছে।এই নীল, বেগুনি,গোলাপির মিশ্রণ রঙের আকাশ ও গ্রামীণ সৌন্দর্য্য সকল মানুষের জন্য উপভোগ্য।

আমি নিজেও খুব উপভোগ করেছি।গোধূলি লগ্নের সৌন্দর্য এত সুন্দর যে কেউ এড়িয়ে চলতে পারবে না।আমি সর্বদা এই প্রকৃতিকে উপভোগ করি।কারন,প্রকৃতির সৌন্দর্য্য এর উপর পৃথিবীতে আর কিছু হতে পারে না।সন্ধ্যার সময় আমি বসে থাকি প্রকৃতির সাজ দেখার জন্য।বিভিন্ন দিন বিচিত্র দৃশ্যের সৌন্দর্য্য দেখি আমি।এগুলা অনুভূতি প্রকাশ করা কখনই সম্ভব না,এগুলা শুধু অনুভব করে নিজের মন তৃপ্তি পায়।আমারদের সকলের উচিত প্রকৃতি কে ভালোবাসা।দিনের সর্বদা সময় এর থেকে এই সন্ধ্যার আকাশের সুন্দর্য বেশি মনে আকর্ষণ সৃষ্টি করে থাকে।গ্রামাঞ্চলের এগুলা ভালো ভাবে উপভোগ করা যায়।শহরের মতো গ্রামে বৈজ্ঞানিক যন্ত্রযান ততটা দেখা যায় না।সে জন্য গ্রামে বেশির ভাগ প্রকৃতি গত ভাবেই সকল কিছু,মেঘলা আকাশ নীল আকাশ যেন মানুষ এর মন ছুঁয়ে দেয়।আমি ভালোবাসি গ্রাম বাংলা কে,আমি ভালোবাসি গোধূলি সন্ধ্যা কে।আমার দেখা প্রতিটি দিনের সন্ধ্যায় সুন্দর তবে গোধূলির সুন্দর্য তার মধ্যে অন্যতম।সে সময় এর অনুভূতি তাই আলাদা।তখন মনের মধ্যে হাজারো স্মৃতির কথা মনে পরে।প্রিয় মানুষ এর স্মৃতি গুলা মনে পরে যায় সেই সময়।

স্মৃতি গুলা আবেগময় করে তোলে আমাকে।অবশ্য সবাই এই সময় প্রকৃতি কে উপভোগ করতে পারে না।কারণ অনেকে কাজে ব্যাস্ত থেকে এই সময়।কিন্তু আমি নিজে এই সময়টা নিজের মতো করে কাটাই।এই সময় তা আমার ভাল লাগার সময়।আমার সৃতি গুলো মনে করার সময়।আমি মনে করি প্রকৃতির উপর মানুষের আবেগ আছে।আবেগ আছে এই জন্য কারণ গোধূলি সন্ধ্যা যেন আমাকে তার সৌন্দর্য দেখার জন্য টানে।আমি তার এই সুন্দর্য দেখার জন্য প্রতিদিন দেখতে চলে যাই।তার সুন্দর্য আমার মনটাকে বিমোহিত করে তোলে।তার সুন্দর্যের উপর একটা লোভ চলে আসে আমার।আমি এটাই বুঝি সৃষ্টিকর্তার তৈরির উপর আর কিছুই হওয়া সম্ভব না।তাই আমি এটাই সর্বদা বলতে চাই-"আমি ভালোবাসি সৃষ্টিকর্তাকে,ভালোবাসি এই প্রকৃতিকে"।
8DAuGnTQCLptHK3w4xbU3SMDsfFVWre2qvkWUixoMRzeeZnjDrpWwzB5KGstgoH8WwjVeAdCWnqkJjbsHgZaDTYakbsXsUFTgo5J.png



0
0
0.000
0 comments